Gulya from 1992 to present
আমার গ্যালারিতে প্রচুর মানুষের ছবি আছে, এ্যালবাম আছে কিন্তু খেয়াল করে দেখলাম গুলিয়ার কোন এ্যালবাম নেই। তাই ভাবলাম আমাদের বিভিন্ন ট্রিপের (মূলত ইউক্রেন, ক্রিমিয়া আর ককেসাস) ছবি দিয়ে কয়েকটা এ্যালবাম করব। এখানে ছবি মস্কো, পিটার আর দুবনা বা দুবনার আশেপাশের ১৯৯২ থেকে এখন পর্যন্ত। অন্য ছবি পরে ধীরে ধীরে দেব। ভাবছি দেশে বন্ধুদের যে সমস্ত ছবি তুলেছিলাম বিভিন্ন সময়ে সেগুলোও আলাদা আলাদা অ্যালবামে আমার গ্যালারিতে দেব।
Bijan Saha Photo Gallery
Comments
Post a Comment