যুদ্ধ ও শান্তি

গত ৯ই ডিসেম্বর ছিল ক্রিস্টিনার জন্মদিন। একুশ পূর্ণ হল। ইচ্ছে ছিল সন্ধ্যেয় একসাথে বসে আড্ডা দেব। তবে ওর ব্যস্ততায় হল না। মদেরন (মডার্ন) থিয়েটারে ওদের "যুদ্ধ ও শান্তি"র ফাইনাল রিহার্সাল। গতকাল ছিল প্রথম দিন, আরও গোটা দুয়েক। এ সময় ওরা চেষ্টা করে আত্মীয় স্বজনদের ডাকতে। এমনিতে টিকেটের দাম অনেক, কখনও কখনও ৫০ হাজার পর্যন্ত। তাই মনে হয় অপেক্ষাকৃত কমদামী বাবা মাদের জন্য এসব ব্যবস্থা।
এটা ছিল ড্রামা প্লাস কোরাসের এক অপূর্ব কম্বিনেশন। অভিনেতারা তাদের মত অভিনয় করছেন, এর মাঝে মাঝে চলছে গান, মূলত গির্জায় যেমনটা গাওয়া হয় সেসব গান। ক্রিস্টিনা সভেসনিকভ  কোরাসের শিল্পী হিসেবে এখানে জনগণের একজন। এছাড়া ছিল দুই বিরতিতে অপূর্ব আলক সজ্জা, এসব অবশ্য হলের বাইরে। প্রথম বিরতিতে চারিদিকে বল নাচের হলের পরিবেশ আর দ্বিতীয় বিরতিতে যুদ্ধ। মস্কোয় থাকতে ছাত্রজীবনের শেষের দিকে প্রায়ই থিয়েটারে যেতাম। যুদ্ধ ও শান্তির একাধিক মঞ্চায়ন দেখেছি, সব বারই নিজের জন্য নতুন খোরাক পেয়েছি।

দুবনা, ১৩ ডিসেম্বর ২০১৯





























































Comments

Popular Posts