Walking with Mahbub and Showkat


মাহবুবের সাথে আমার আলাপ ১৯৮৯ সালে যখন ও মস্কো এসেছিল কমসোমল স্কুলে। ওই সময় আমি বিভিন্ন সংগঠনের কাজকর্ম থেকে দূরে চলে যাওয়ায় এর আগে আসা রতন, শৈবাল আর গৌতমের সাথে যে সম্পর্ক গড়ে উঠেছিল, মাহবুবের সাথে সেটা হয়নি। পরে বিভিন্ন কারনে আমরা সবাই রাজনীতি থেকে দূরে চলে যাই। কয়েক বছর আগে ওঁর সাথে আবার যোগাযোগ ফেসবুকে। নুরুল ইসলাম নাহিদ ভাই শিক্ষা মন্ত্রী থাকা কালীন মাহবুব খুব ঘনিষ্ঠ ভাবে তাঁর সাথে কাজ করেছে। সিপিবির স্কলারশিপ নিয়ে সোভিয়েত ইউনিয়নে পড়াশুনা করতে আসার সুবাদে নাহিদ ভাইএর সাথে ভাল যোগাযোগ ছিল আমার সেই সময়ে। বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার ফলে পার্টি এখন সেই অবস্থায় নেই, সেই অবস্থায় নেই তখনকার নেতা কর্মীরাও। তারপরেও নাহিদ ভাইয়ের প্রতি আমার আস্থা আগের মতই অটুট। হয়তো এ কারনেই মাহবুবের সাথে ঘনিষ্ঠতা। তাই ও যখন বলল মস্কো আসছে, দেখা করব বলে ঠিক করলাম। আসলে আজকাল নিজের কোথাও তেমন ঘোরা হয়না। এই সুযোগে মস্কো ঘুরি, নতুন করে পুরান স্মৃতির ছবি তুলি। সেই সাথে গল্প, নিজের কথা বলি, বন্ধুদের কথা জানতে চাই, জানতে চাই দেশের কথা, পরিচিত কমরেডদের কথা। গতকাল ২০ আগস্ট ছিল এমন একটা দিন। মাহবুব আর শওকতের সাথে ইযমাইলভস্কায়া, পাক্লন্নিয়ে গরি, পার্ক কুলতুরি, আরবাত – নতুন করে ঘোরা হল, মস্কোয় যারা ছিলেন, যারা ভালবাসেন মস্কোর রাস্তাঘাট, আকাশ, বাতাস – তাদের জন্য কিছু ছবি দিলাম। বাকি সব সময় করে আমার সাইটে তুলে দেব।   


















































Comments

Popular Posts